রাশিয়ার তেল প্রশ্নে ভারতের ওপর ট্রাম্পের কড়া বার্তা
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ বা উল্লেখযোগ্যভাবে কমানো না হলে ভারতের ওপর আরও বেশি শুল্ক আরোপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে তিনি প্রকাশ্যে অসন্তোষ জানালেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগতভাবে ‘ভালো মানুষ’ হিসেবে উল্লেখ করেছেন।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রাশিয়ার তেল কেনার প্রশ্নে ভারত যদি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ না নেয়, তাহলে খুব দ্রুতই ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়ানো হতে পারে। তার ভাষায়, “আমি ভারতের ওপর সন্তুষ্ট নই। আমাকে খুশি করতে হলে রাশিয়ার তেল কেনা কমাতে হবে।”
তবে একই সঙ্গে ট্রাম্প জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষয়টি ভালোভাবেই বোঝেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেন। তিনি বলেন, “মোদি একজন ভালো মানুষ। ভারত আমাকে খুশি করতে চেয়েছে, আর সেটি তাদের কাছে গুরুত্বপূর্ণ।”
এর আগে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল আমদানির ‘শাস্তি’ হিসেবে ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। প্রথমে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হলেও গত বছরের আগস্টে তা ধাপে ধাপে বাড়িয়ে ২৫ শতাংশ এবং পরে ৫০ শতাংশে উন্নীত করা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্কের তালিকায় ভারত অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে।
এদিকে ট্রাম্পের সফরসঙ্গী মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম সাংবাদিকদের জানান, ভারত এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে। তার দাবি, ভারত রাশিয়ার তেল আমদানি কমানোর বিষয়টি তুলে ধরে ২৫ শতাংশ শুল্ক শিথিলের অনুরোধ জানিয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, নয়াদিল্লি রাশিয়া থেকে তেল আমদানি দৈনিক ১০ লাখ ব্যারেলের নিচে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। এজন্য ভারতের বাণিজ্য মন্ত্রণালয় নিয়মিতভাবে তেল শোধনাগারগুলোর কাছ থেকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার হিসাব নিচ্ছে।
তবে উচ্চ শুল্ক আরোপের পরও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে। গত নভেম্বর মাসে ভারতীয় পণ্যের রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় নয়াদিল্লি মার্কিন বাণিজ্য দাবির বিষয়ে আগের তুলনায় কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে কৃষিপণ্য আমদানির প্রশ্নে ভারত খুব একটা ছাড় দিতে আগ্রহী নয়।
পর্দার আড়ালে দুই দেশ একটি বিস্তৃত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই চুক্তির প্রথম ধাপ শিগগিরই চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্প ও মোদির একাধিক ফোনালাপ এবং সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠক সত্ত্বেও রাশিয়ার তেল ও শুল্ক ইস্যুতে এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি।
বিআলো/শিলি



