রাশিয়ার সতর্কবার্তা: কূটনীতি ছাড়া স্থিতিশীলতা সম্ভব নয়
আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলার ঘটনায় রাশিয়া ফের নিন্দা জানিয়েছে এবং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানকেই একমাত্র উপায় হিসেবে তুলে ধরেছে। মস্কো বারবার সতর্ক করেছে, সামরিক হুমকি পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা ও আন্তর্জাতিক পারমাণবিক চুক্তিকে হুমকির মুখে ফেলে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনাই সমাধানের একমাত্র পথ। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক রুশ-ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে এই ইস্যু প্রধান আলোচনার বিষয় ছিল।
জাখারোভা আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক অ-বিস্তার ব্যবস্থার ওপর প্রভাব ফেলেছে এবং এনপিটি চুক্তির নীতিমালাও ক্ষতিগ্রস্ত করেছে। মস্কোর মতে, ইরান এখনও সংলাপকে অগ্রাধিকার দিচ্ছে এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য সমান মর্যাদার আলোচনার ওপর গুরুত্ব দিচ্ছে।
তিনি যোগ করেন, আলোচনার পুনঃসূচনা করতে হলে ইরানকে নিশ্চিত করতে হবে যে তাদের পারমাণবিক স্থাপনাগুলো আর কখনো হামলার লক্ষ্য হবে না। পশ্চিমা দেশগুলোকে নিষেধাজ্ঞা ও হুমকির ভাষা বাদ দিয়ে কূটনীতির পথেই ফিরতে হবে- এটাই রাশিয়ার বার্তা। তথ্যসূত্র: মেহের
বিআলো/শিলি



