রাশিয়া আনুষ্ঠানিকভাবে পারমাণবিক চুক্তি শেষ করল
আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০০০ সালে স্বাক্ষরিত প্লুটোনিয়াম ধ্বংস চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন। এই চুক্তি দুই দেশের উদ্বৃত্ত পারমাণবিক প্লুটোনিয়ামকে সামরিক ব্যবহারের অযোগ্য করার লক্ষ্য নিয়েছিল।
রাশিয়ার এই পদক্ষেপ মস্কো ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ভেঙে পড়া পারমাণবিক নিরস্ত্রীকরণ কাঠামোর ওপর নতুন আঘাত হিসেবে দেখা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, দুই দেশ মিলে মোট ৬৮ টন প্লুটোনিয়াম ধ্বংসের মাধ্যমে প্রায় ১৭ হাজার পারমাণবিক ওয়ারহেড তৈরি থেকে বিরত থাকার পরিকল্পনা করেছিল। তবে ২০১৬ সাল থেকে রাশিয়া চুক্তির বাস্তবায়ন স্থগিত রেখেছিল।
রাশিয়ার যুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ন্যাটোর সম্প্রসারণসহ কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করেছে এবং প্লুটোনিয়াম ধ্বংসের প্রক্রিয়ায় চুক্তি লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্রের পদ্ধতি মূল চুক্তির “মিক্সড অক্সাইড (MOX)” ফুয়েল ব্যবহারের পরিবর্তে এমন পদ্ধতি অনুসরণ করছে যা সামরিক কাজে প্লুটোনিয়াম ব্যবহার করতে সক্ষম।
বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তি বাতিলের ফলে ২০২৬ সালে মেয়াদ শেষ হওয়ার ‘নিউ স্টার্ট’ চুক্তির আগে দুই দেশের পারমাণবিক প্রতিযোগিতা বাড়তে পারে এবং বৈশ্বিক পারমাণবিক নিরাপত্তায় বড় ধরনের শূন্যতার সৃষ্টি হতে পারে।
বিআলো/শিলি



