রাশিয়া-ইউক্রেন শান্তি প্রক্রিয়া এগোতে ট্রাম্পের দূতের বৈঠক সোমবার
dailybangla
14th Dec 2025 9:50 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ও শান্তি প্রক্রিয়ার অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, বৈঠক আগামী সোমবার জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হবে।
বৈঠকের প্রধান লক্ষ্য হলো কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার পরিকল্পনার ওপর আলোচনা করা।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, স্টিভ উইটকফ বৈঠকে শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। জার্মান সরকারের পক্ষ থেকেও বৈঠক নিশ্চিত করা হয়েছে।
এর আগে, ইউক্রেনীয় কর্মকর্তারা ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাবের ভিত্তিতে হালনাগাদ পরিকল্পনা ওয়াশিংটনে পাঠিয়েছেন।
বিআলো/শিলি



