রাষ্ট্রপতির সঙ্গে কুয়েতের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
dailybangla
26th Jun 2024 6:49 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
২৬ জুন, বুধবার বঙ্গভবনে এ সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, কুয়েতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্যস্থল। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণের পাশাপাশি নতুন করে জনশক্তি রপ্তানির বিষয়ে কাজ করতে হবে।
এসময় কুয়েতের সাথে বাংলাদেশের বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিদ্যমান সম্ভাবনাগুলোকে কাজে লাগানোরও নির্দেশ দেন রাষ্ট্রপতি।
বিআলো/শিলি