• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল নয়: কর্নেল অলি 

     dailybangla 
    13th Jan 2025 4:17 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো প্রতিবেদক :রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে মন্তব্য করে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, নতুন দল আসুক কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নয়।

    সোমবার (১৩ জানুয়ারি) মগবাজারে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    বিএনপি-জামায়াতের নেতাদের রেষারেষি’ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে কর্নেল অলি বলেন, ‘এটা দুঃখজনক। জাতীয় রাজনীতি করলে সব কথার উত্তর প্রকাশ্যে দিতে হয় না।

    হাজার হাজার লোক বাসে করে আসে জমায়েত হতে, এত টাকার উৎস কী, প্রশ্ন রাখেন তিনি।

    অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে অলি আহমদ বলেন, সরকারকে বলব এমন কিছু করবেন না যে আপনাদের অবস্থা হাসিনার মতো না হয়। আপনারা জনরোষে পড়ার কাছাকাছি চলে আসছেন। উপদেষ্টারা যা ইচ্ছা তাই করছেন।

    তিনি বলেন, যুবকদের বলব, মুক্তিযুদ্ধকে খাটো করে দেখার কিছু নাই।

    ভারতের সঙ্গে দেশবিরোধী সব চুক্তি স্থগিতের দাবি জানিয়ে তিনি বলেন, ‘কারো তদারকিতে বাংলাদেশ চলবে না। জনগণকে অসহায় অবস্থায় রেখে যেতে চাই না। কোনো দল বা মন্ত্রীর সেবা দাস হয়ে কাজ করব না।

    ভারতের উদ্দেশে এলডিপির চেয়ারম্যান বলেন, আমাদের সঙ্গে ফাইজলামো করে কোনো লাভ হবে না। ভারত থেকে গরু, মুরগি, ডিম, পেঁয়াজ আনার দরকার নাই। নিজের উপর বিশ্বাস রাখি, আল্লাহর উপর আস্থা রাখি।

    আর্মিকে আরও সতর্ক অবস্থানে যেতে হবে, যাতে অবৈধ অনুপ্রবেশ না ঘটে বলেন তিনি।
    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930