• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাষ্ট্র পূর্ণগঠন বিএনপির পক্ষেই সম্ভব: আমিনুল হক 

     dailybangla 
    26th Feb 2025 11:01 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক বলেন,স্বৈরাচারের দোসরা দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতির মাধ্যমে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে চায়।

    আজ বুধবার বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ টি থানা ও ৭১ টি ওয়ার্ড পর্যায়ে দলের প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এসময় তিনি বলেন বলেন, কোন স্বৈরাচারের দোসরদের বিএনপির নবায়ন ফরমে সদস্য করা যবে না। তাদেরকে অন্তভূক্ত করা যাবে না। আওয়ামী লীগ কখনো এদেশের মানুষের বন্ধু হতে পারে না। এদেশের মানুষের ভাই হতে পারে না। কারন আওয়ামীলীগ হচ্ছে ষড়যন্ত্রকারী। বিএনপিতে কোন ষড়যন্ত্রকারীর স্হান নেই।

    “অনেক নেতাকর্মী ভাবছেন গত ১৭ বছর কষ্ট করলাম এখন নতুনদের ভীড়ে আমরা হারিয়ে যাবো “দলীয় নেতাকর্মীদের এমন ভাবনা উল্লেখ করে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,আমি আপনাদের সাথে ওয়াদা করছি।আপনাদের মনে কোন কষ্ট থাকার কারন নাই। কারন আপনারা হচ্ছেন দলের সত্যিকারী কর্মী।যারা দলের দূর্দিনে ছিল তারাই মূল্যায়িত হবে।

    এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে আরও বলেন,আপনারা যদি দলের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং দলের নেতৃত্বের প্রতি আনুগত্য ধরে রাখতে পারেন তাহলে আপনি কখনও দল থেকে লাইনচ্যুত হবেন না।

    আমিনুল হক বলেন,বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। তাই ভেঙ্গে পড়া রাষ্ট্রকে পূর্ণগঠন করতে বিএনপির পক্ষেই সম্ভব। জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে রাষ্ট্র কাঠামো পূনর্গঠন করা হবে।

    এসময় উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান,মহানগর যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন,ফেরদৌসী আহমেদ মিষ্টি,এবিএমএ রাজ্জাক,আকতার হোসেন,আতাউর রহমান,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,এম কফিল উদ্দিন আহমেদ,তহিরুল ইসলাম তুহিন, হাজী মোঃ ইউসুফ,আফাজ উদ্দিন,শাহ আলম, মাহাবুব আলম মন্টু,সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, এজিএম শামসুল হক,আলী আকবর আলী, মো. এল রহমান,রেজাউর রহমান ফাহিম, হুমায়ুন কবির রওশন, আশরাফুজাহান জাহান,শামীম পারভেজ, সাজ্জাদ হোসেন মোল্লা,নাসির উদ্দিন, নুরুল হুদা ভূঁইয়া নূরু,রফিকুল ইসলাম খান,এম এস আহমাদ আলী,ইব্রাহিম খলিল,জাহেদ পারভেজ চৌধুরী, তাসলিমা রিতা,মিরপুর থানা বিএনপি আহবায়ক হাজী আব্দুল মতিন,সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দিলু,দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল তালুকদার,পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান,যুগ্ম আহবায়ক মোকছেদুর রহমান আবির, খিলক্ষেত থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোবারক হোসেন দেওয়ান,সিএম আনোয়ার হোসেন, রুপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক,যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, বাড্ডা থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক আবদুল কাদের বাবু, উত্তরাপূর্ব থানা বিএনপি আহবায়ক শাহ আলম,যুগ্ম আহবায়ক আমিনুল হক,এস আই টুটুল,নজরুল ইসলাম খান,থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাড এফ ইসলাম চন্দন, জাহিদ হোসেন মাষ্টার, তারেক হাসান, ভাষাণটেক থানা বিএনপি আহবায়ক কাদির মাহমুদ,মিরপুর থানা বিএনপি সাবেক যুগ্মসাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রধান,কাফরুল থানা বিএনপি আকরামুল হক,সাব্বির দেওয়ান জনি, থানা সদস্য আলমগীর হোসেন, শাহাদাত হোসেন,উত্তরখান থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক জাহাঙ্গীর আলম বেপারি, বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু,যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক,যুগ্ম আহবায়ক মন্জুর হোসেন পাটোয়ারী, মোঃপুর থানা বিএনপির আহবায়ক শুক্কুর মাহমুদ, যুগ্মআহবায়ক মীর মোঃ কামাল হোসেন, সিনিয়র সদস্য ফরিদ উদ্দিন ফরহাদ,৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ওসমান গনি সেন্টু প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930