রিয়াদ সিজনে ভক্তের হাতের চিঠি পেয়ে আবেগে দীঘি
বিনোদন ডেস্ক: রিয়াদের ‘রিয়াদ সিজন’-এ বাংলাদেশের সাংস্কৃতিক আয়োজন ঘিরে অংশ নিচ্ছেন ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শিল্পীদের সঙ্গে নৃত্য–সঙ্গীতে সাজানো এই উৎসবে অংশ নিয়েছেন আসিফ আকবর, মনির খান, ইমরান, পুষ্পিতা, ডিজে তুরিনসহ দেশের আরও জনপ্রিয় শিল্পীরা।
বাংলাদেশ পর্ব চলাকালেই দীঘির হোটেল রুমে ঘটে ছোট্ট একটি ঘটনা- রুম পরিষ্কার করতে আসা এক বাঙালি পরিচ্ছন্নতাকর্মী তার উদ্দেশে রেখে যান হাতে লেখা একটি ছোট চিরকুট। প্রিয় তারকার সঙ্গে দেখা করার অনুরোধ জানানো চিঠিটি পড়ে আবেগাপ্লুত হন দীঘি।
সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “ডিজিটাল যুগে কেউ হাতে লেখা চিঠি দিয়ে দেখা করতে চাইছে- ব্যাপারটা খুবই মিষ্টি। আবার মনে হলো, ভালোবাসা এখনো চিঠিতেই বাঁচে।”
তার পোস্টে বহু শিল্পী ও ভক্ত কমেন্ট করে সমর্থন জানিয়েছেন। সহশিল্পী বারিশা হক মন্তব্য করেছেন- দীঘির অবশ্যই ভক্তটির সঙ্গে দেখা করা উচিত।
বিআলো/শিলি



