• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রিয়েলের হয়ে খেলা কে এই ‘নতুন রাউল’ 

     dailybangla 
    02nd Jul 2025 1:42 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: ২১ বছর বয়সী গনসালো গার্সিয়াকে রিয়াল মাদ্রিদের স্কোয়াডের আশপাশে দেখা যাচ্ছিল অনেক দিন ধরে। ২০২৩ সালের আগস্টে ভিনিসিয়ুস জুনিয়র চোটে পড়ার পর প্রথম রিয়ালের স্কোয়াডে ডাক পান গার্সিয়া।

    একই বছরের ২৬ নভেম্বর লা লিগায় কাদিজের বিপক্ষে রিয়ালের ৩–০ গোলে জেতা ম্যাচে ১২ মিনিটের জন্য মাঠে দেখা যায় তাঁকে। পরের ম্যাচে গ্রানাদার বিপক্ষে ২–০ গোলের জয়ে ম্যাচে তাঁকে মাঠে দেখা যায় ৫ মিনিটের জন্য।

    ২০২৪–২৫ মৌসুমেও লিগে তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন গার্সিয়া। মৌসুমের শেষ ৩ ম্যাচে যথাক্রমে ১৬, ২৪ ও ১৩ মিনিটের জন্য মাঠে দেখা যায় তাঁকে। এর মধ্যে সেভিয়ার বিপক্ষে ম্যাচে একটি গোলে অ্যাসিস্টও করেছেন তিনি। সব মিলিয়ে লা লিগায় ৫ ম্যাচ খেললেও খুব একটা নজর কাড়তে পারেননি গার্সিয়া।

    অবশ্য নজর কাড়ার মতো মাঠে সময়ও পাননি তিনি। রিয়ালের মূল দলে সেভাবে সুযোগ না পেলেও রিয়াল মাদ্রিদ কাস্তিয়াতে নিয়মিত আলো ছড়াচ্ছিলেন এই তরুণ।

    ২০০৪ সালে মাদ্রিদে জন্ম নেওয়া গার্সিয়া প্রথম আলোচনায় আসেন কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে লেগানেসের বিপক্ষে গোল করে। আর নিজের সত্যিকারের আগমনী বার্তাটা গার্সিয়া দিয়েছেন ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে।

    এখন পর্যন্ত তিন ম্যাচে ২ গোল এবং ১টি অ্যাসিস্ট করেছেন তিনি। তবে গোল বা অ্যাসিস্টের চেয়েও গার্সিয়ার খেলার ধরন অনেককে মুগ্ধ করেছে। কেউ কেউ তাঁর মধ্যে দেখছেন করিম বেনজেমার ছায়া। আবার রিয়াল কোচ জাবি আলোনসোকে গার্সিয়া মনে করিয়ে দিচ্ছে কিংবদন্তি রাউল গঞ্জালেসের কথা।

    সৃষ্টিশীলতা ও বৈচিত্র্যে ভরপুর গার্সিয়ার বড় গুণ তিনি ফ্রন্ট লাইনের যেকোনো পজিশনে খেলতে পারেন। উইঙ্গার, সেন্টার ফরোয়ার্ড কিংবা চাইলে দ্বিতীয় স্ট্রাইকার হিসেবেও খেলানো যায় তাঁকে। প্রতিপক্ষের রক্ষণে হুমকি তৈরি করার পাশাপাশি প্রেসিংয়ে দারুণ ভূমিকা রাখতে পারেন এই স্প্যানিশ তরুণ।

    গার্সিয়াতে দারুণ মুগ্ধ রিয়াল কোচ আলোনসোও। তাঁর মধ্যে রাউলের ছায়া দেখছেন বলেও জানিয়েছেন তিনি, ‘আমি তাকে ভালোভাবে চিনি। আমি তাকে কাস্তিয়া (রিয়াল মাদ্রিদের দ্বিতীয় বিভাগে খেলা দল) অনুসরণ করে আসছি। আমি কাস্তিয়ার খেলোয়াড়দের সম্পর্কে অনেক কিছু জানি। সত্যি বলতে আমি বিস্মিত নয়। সে একজন সহজাত নাম্বার নাইন। সে আমাকে রাউলের কথা মনে করিয়ে দেয়। সে সব সময় সঠিক জায়গায় থাকে এবং সুযোগের অপেক্ষা করে। আমাদের তাকে আরও বেশি প্রয়োজন। আমাদের তাকে এখানে চাই এবং আমরা তাকে নিয়ে খুশি।’

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930