• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বরিশালে লিগ না হওয়ায় বিব্রত বিসিবি সভাপতি 

     dailybangla 
    29th Jun 2025 8:12 pm  |  অনলাইন সংস্করণ

    এইচ. আর. হীরা, বরিশাল প্রতিনিধি: বাংলাদেশের টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি উপলক্ষে বিভাগীয় শহরগুলোতে সফর করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরই ধারাবাহিকতায় রোববার (২৯ জুন) বরিশাল স্টেডিয়াম পরিদর্শনে এসে বিব্রতকর এক বাস্তবতার মুখোমুখি হন তিনি-এক যুগ ধরে বরিশালে কোনো ক্রিকেট লিগ আয়োজন হয়নি।

    পরিদর্শন শেষে স্থানীয় সংগঠক ও জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বিসিবি সভাপতি বলেন, এই মাত্র ক্রিকেটারদের সঙ্গে কথা বললাম। তারা চোখের পানি ফেলে বললো—এখানে কেন লিগ হয় না। এটা আমার জন্য সত্যিই খুব লজ্জার বিষয়।

    তিনি আরও বলেন, বরিশালের মতো গুরুত্বপূর্ণ একটি বিভাগে দীর্ঘদিন কোনো প্রতিযোগিতা না হওয়া মানে, আমরা দেড়-দুই হাজার সম্ভাবনাময় ক্রিকেটারকে হারিয়ে ফেলেছি। এটা দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি।

    উল্লেখযোগ্য যে, বিপিএলে ফরচুন বরিশাল দুইবার চ্যাম্পিয়ন হলেও স্থানীয় পর্যায়ে বরিশালের ক্রিকেট কার্যক্রম প্রায় অচল। এরপরও বরিশালের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এতটাই প্রবল যে, ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরেও তারা দলকে সমর্থন জানাতে হাজির হন।

    বিসিবি সভাপতি আশ্বাস দিয়ে বলেন, ভবিষ্যতে এই ভুল আর করবো না। সাধ্য অনুযায়ী বরিশালসহ প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত লিগ আয়োজন করতে চাই। এখান থেকেই নতুন প্রতিভা তুলে আনতে চাই।

    তিনি জানান, বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামে বর্তমানে সংস্কারকাজ চলমান। তবে জেলা ক্রীড়া সংস্থা ও বিসিবির সমন্বয়ে দ্রুত নিয়মিত লিগ আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।

    বিআলো/সবুজ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930