রূপগঞ্জে ধর্মীয় শিক্ষার প্রসারে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: ইসলামী শিক্ষার প্রসার ও যুব সমাজকে নৈতিকতার আলোয় আলোকিত করার প্রত্যয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হলো হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। কোরআনের সুমধুর তেলাওয়াত, শিশু-কিশোরদের অংশগ্রহণ এবং মনোজ্ঞ ইসলামী সংগীতে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ।
রূপগঞ্জ আলোর কাফেলা ইসলামী যুব সংঘের উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্বের সূচনা করা হয়। এরপর অনুষ্ঠিত হয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করে কুরআন মুখস্থের দক্ষতা প্রদর্শন করেন। পরে অনুষ্ঠিত হয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় ইসলামী সংগীত সংগঠন ‘কলরব’-এর শিল্পী ও শিশু শিল্পীরা হৃদয়ছোঁয়া ইসলামী সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের গভীরভাবে মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা হাজী আবু মোহাম্মদ মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. শামীম। অনুষ্ঠানের উদ্বোধন করেন আলহাজ্ব কে. এম. রহতম উল্লাহ।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী আহমদ বিন ইউসুফ আল আযহারী। এছাড়া কলরব শিল্পীগোষ্ঠীর হুসাইন আদনানসহ অন্যান্য শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন। হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য শিশু-কিশোরদের মধ্যে কোরআন শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং ইসলামী সংস্কৃতির চর্চা জোরদার করা। তারা ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিআলো/তুরাগ



