• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রূপগঞ্জে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

     dailybangla 
    28th Dec 2025 11:04 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: কনকনে শীতে যখন নিম্নআয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, ঠিক তখনই মানবিকতার হাত বাড়িয়ে দিল বিএনপি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

    নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু’র নির্দেশনায় রূপগঞ্জ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং যুবদল নেতা জাহাঙ্গীর মিয়ার নিজস্ব অর্থায়নে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

    শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার বাড়িয়া-ছনি বাঘেরআগা এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমাইন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা শরিফুল ইসলাম শরিফ, রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।” শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিএনপি ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031