রূপগঞ্জে র্যাবের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই ভাই গ্রেপ্তার
মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। দীর্ঘদিন ধরে তারা ঢাকা ও নারায়ণগঞ্জজুড়ে মাদকের পাইকারি ও খুচরা কারবারে জড়িত ছিল বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ থানাধীন ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নিঘুম (৩০) ও মো. ইমন (২৮)। তারা দু’জনই আনোয়ার আলীর ছেলে এবং আপন দুই ভাই।
র্যাব জানায়, অভিযানের সময় তাদের নিজ বসতবাড়ি থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ভাই দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
র্যাব-১১-এর স্কোয়াড কমান্ডার শামসুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
বিআলো/তুরাগ



