রূপগঞ্জে সর্বোচ্চ ভোটে জয়ী হওয়ার আশাবাদ বিএনপির প্রার্থী দিপুর
নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
রোববার (৯ নভেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার ভুলতা মাঠ থেকে আয়োজিত এক বিশাল আনন্দ র্যালিতে অংশ নিয়ে এ আশাবাদ প্রকাশ করেন তিনি।
র্যালিকে ঘিরে দুপুর থেকেই ভুলতা ও গাউছিয়া এলাকা পরিণত হয় উৎসবে। ঢাক-ঢোলের বাদ্য, হাতি-ঘোড়ার শোভাযাত্রা আর হাজারো নেতাকর্মীর স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকা-সিলেট মহাসড়ক। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন এই আনন্দ র্যালিতে।
দশ হাজারের বেশি মানুষের অংশগ্রহণে মহাসড়কজুড়ে সৃষ্টি হয় জনতার ঢল। বিকেলে ভুলতা মাঠ থেকে শুরু হয়ে গোলাকান্দাইল এলাকায় গিয়ে শেষ হয় র্যালিটি।
মঞ্চে উচ্ছ্বসিত দিপু সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং বলেন, “বিগত দিনে দলের দুঃসময়ে আমরা রাজপথে আন্দোলন চালিয়ে গেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে মনোনয়ন দিয়েছেন- এটি শুধু আমার নয়, রূপগঞ্জের নির্যাতিত জনগণের অর্জন। ইনশাল্লাহ, দেশের ৩০০ আসনের মধ্যে রূপগঞ্জে ধানের শীষে সর্বোচ্চ ভোটে জয় এনে আমি বিএনপিকে উপহার দেব।”
তিনি আরও বলেন, “জয়ী হলে রূপগঞ্জকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যু মুক্ত করে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। রূপগঞ্জের আগের ঐতিহ্য ও নিরাপত্তা ফিরিয়ে আনব।”
দীর্ঘ ১৭ বছর পর রূপগঞ্জে বিএনপির এমন জাঁকজমকপূর্ণ কর্মসূচিতে নতুন উদ্দীপনা ফিরে পেয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন উপস্থিত জনতা।
বিআলো/শিলি



