রূপনগরে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি, ২০ হাজার নিমগাছ রোপণের ঘোষনা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পল্লবী-রূপনগর এলাকায় ২০ হাজারেরও বেশি নিমগাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ জুন) রাজধানীর রূপনগর ৯২ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আমিনুল হক জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির চলমান সদস্য নবায়ন কার্যক্রম ৩ জুলাই শেষ হওয়ার পরপরই প্রতিটি ওয়ার্ডের বাসাবাড়ি ও রাস্তার পাশে নিমগাছ রোপণ শুরু হবে। এ কার্যক্রমে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে।
তিনি বলেন, “বিএনপি শুধু রাজনীতি করে না, পরিবেশ রক্ষার মতো সামাজিক দায়বদ্ধতাও পালন করে। দেশের জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ বিপর্যয়ের প্রতিকারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে।”
মানুষের কল্যাণকেই বিএনপির রাজনীতির লক্ষ্য হিসেবে উল্লেখ করে আমিনুল হক বলেন, “আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক পথেই আমাদের রাজনীতি ও কর্মসূচি পরিচালিত হবে।”
দলীয় শৃঙ্খলার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা বা অন্যায় কাজে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা আত্মসমালোচনার জায়গা থেকে বলছি।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকারের অধীনে মানুষ অবিচার ও দমননীতির শিকার হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণই হবে মূল অগ্রাধিকার। সাধারণ মানুষের সঙ্গে নিয়ে আগামী দিনে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।”
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, “গাছ লাগান, পরিবেশ বাঁচান – এ স্লোগান শুধু মুখের কথা নয়। এটি বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ বাঁচাতে বেশি করে গাছ লাগাতে হবে।”
৯২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ নূরনবীর সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, এমএস আহমাদ আলী, জাসাস ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিঃ মজিবুল হক, সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, রূপনগর থানা ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, রূপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম, যুবদল রূপনগর থানার সদস্য সচিব হাদিউল ইসলাম রাজিব, সিনিয়র সহসভাপতি মোঃ নাঈম হোসেন, ছাত্রদল রূপনগর থানার সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান রনি প্রমুখ।
বিআলো/তুরাগ