রেলওয়ের মালামাল চুরি: অভিযানে আটক যুবকের কাছ থেকে উদ্ধার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ
নিহারেন্দু চক্রবর্তী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের মালামাল চুরির অভিযোগে মো. ইয়াছিন মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে আখাউড়া রেলওয়ে জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ইয়াছিন কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার (২৩ জুলাই) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
ওসি জানান, বিশেষ অভিযানের মাধ্যমে ইয়াছিনের কাছ থেকে রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দকৃত মালপত্রের মধ্যে রয়েছে— ৫১টি সিগন্যাল জাম্পার, দুটি সিগন্যাল বক্স কভার, দুটি সিগন্যাল কানেক্টিং ক্যাবল, তিনটি ক্যাবল খণ্ড, ২০ ফুট লম্বা তিনটি ক্যাবল।
উদ্ধার হওয়া এসব মালপত্রের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় রেলওয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে চুরি চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।
বিআলো/তুরাগ