রোনালদোকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়লেন হালান্ড
স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের বন্যা বইয়ে দিয়ে নতুন রেকর্ডে নাম লেখালেন আর্লিং হালান্ড। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে তিনি ছাড়িয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
শনিবার ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোলের দেখা পান ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। ম্যাচের পঞ্চম মিনিটে করা গোলটি ছিল চলতি মৌসুমে তার ১৮তম এবং প্রিমিয়ার লিগে ১০৩তম গোল, যা দিয়ে তিনি রোনালদোর রেকর্ড স্পর্শ করেন।
দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে হালান্ড নিজের গোলসংখ্যা নিয়ে যান ১০৪-এ। এর ফলে তিনি প্রিমিয়ার লিগের সর্বকালের গোল তালিকায় দিদিয়ের দ্রগবার সমান হন। তবে যেখানে দ্রগবার লেগেছিল ২৫২ ম্যাচ, সেখানে হালান্ড এই কীর্তি গড়েন মাত্র ১১৩ ম্যাচে।
এই ম্যাচে ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে ওয়েস্ট হ্যামকে পরাজিত করে। চলতি মৌসুমে এটি দশম ম্যাচ, যেখানে দলের প্রথম গোলটি এসেছে হালান্ডের পা থেকে।
ওয়েস্ট হ্যামের বিপক্ষে হালান্ডের রেকর্ডও নজরকাড়া। প্রিমিয়ার লিগে এই দলের বিপক্ষে আট ম্যাচে তিনি করেছেন ১১ গোল।
বিআলো/শিলি



