• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রোনালদোর সঙ্গে একমত নেইমার 

     dailybangla 
    08th Jan 2025 8:27 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর আড়াল থেকে যেন আলোতে চলে এসেছে সৌদি প্রো লিগ৷ অর্থের ঝনঝানিতে সাড়া দিয়ে এরপর সেখানে পাড়ি জমিয়েছেন একের পর এক তারকা। তাই মানের বিচারে ফ্রান্সের লিগ ওয়ানের চেয়ে সৌদি প্রো লিগকেই এগিয়ে রাখছেন রোনালদো। দ্বিমত নন নেইমারও।

    সিএনএন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘আমি রোনালদোর সঙ্গে একমত। বর্তমানে লিগ ওয়ানের চেয়ে এগিয়ে রয়েছে সৌদি লিগ। ভালো ভালো খেলোয়াড়রা আসছে এখানে এবং সৌদি লিগের মানও বাড়ছে তাতে। তবে লিগ ওয়ানের নিজস্ব শক্তি আছে। এটি খুবই উঁচু মানের চ্যাম্পিয়নশিপ। আমি সেটা ভালোভাবেই জানি।’

    ছয় বছর ফরাসি ক্লাব পিএসজি কাটিয়ে আসার পর তা অজানা থাকার কথা নয় নেইমারের। তবে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর এখনো স্বরূপে ফিরতে পারেননি এই ফরোয়ার্ড। সেখানে অবশ্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। কিন্তু আগামী জুনেই শেষ হচ্ছে তার চুক্তি।

    ভবিষ্যৎ নিয়ে এখনো কিছু বলেননি নেইমার। তবে তার চাহিদার কাতারে রয়েছে ইন্টার মায়ামি। পুরোনো সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে আবারও খেলতে মুখিয়ে আছেন তিনি। সেই ভয়ংকর ‘এমএসএন’ ত্রয়ীকে পুনরুজ্জীবিত করতে পারলে ভালোই হবে বলে মনে করেন এই ব্রাজিলিয়ান।

    তিনি বলেন, ’অবশ্যই মেসি-সুয়ারেসের সঙ্গে ফের খেলাটা অসাধারণ হবে। তারা আমার বন্ধু, এখনো আমরা একে অপরের সঙ্গে কথা বলি। এই ত্রয়ীকে আবার পুনরুজ্জীবিত করলে দারুণ হবে। আমি সৌদি আরব ও আল হিলালেই সুখে আছি। কিন্তু কে জানে কী হবে? ফুটবল তো চমকে ভরপুর।

    কাতার বিশ্বকাপের ধাক্কা কাটিয়ে ২০২৬ বিশ্বকাপে দারুণভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া নেইমার। শেষবারের মতো সুযোগটা কাজে লাগিয়ে ব্রাজিলকে উপহার দিতে চান দারুণকিছুর। ‘আমি জানি, এটা (২০২৬) হবে আমার শেষ বিশ্বকাপ। আমার শেষ চেষ্টা, আমার শেষ সুযোগ। সেটায় খেলার জন‍্য আমি সবকিছু করব।’

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031