রোহিঙ্গাদের জন্য আরো ৬০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক: মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে আরো ৬০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে এই ঘোষণা দেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস হার্ডার। বক্তব্যে হার্ডার বলেন, জীবন বাঁচাতে এবং যেখানে প্রয়োজন সেখানে গুরুত্বপূর্ণ সহায়তা দিতে মার্কিন প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে আজ আমি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৬০ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা প্রদানের জন্য আমাদের অভিপ্রায় ঘোষণা করছি। এর মাধ্যমে আমরা আশা করছি বাংলাদেশের মাধ্যমে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করতে এবং সহায়তা সংস্থাগুলো ব্যয় সাশ্রয় বাড়াতে অর্থবহ নীতিমালা পরিবর্তন করবে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মর্যাদা, সুরক্ষা এবং আশা নিশ্চিত করার জন্য বর্ধিত অবদান অত্যাবশ্যক। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের একার দায়িত্ব নয়। ওভারল্যাপ, অদক্ষতা এবং অপ্রয়োজনীয়তা দূর করার জন্য আমাদের অবশ্যই সহায়তা পর্যালোচনা করতে হবে। আমাদের অবশ্যই স্থানীয় সমাধানগুলো সর্বাধিক করতে হবে এবং ব্যয়বহুল মাথাপিছু খরচ হ্রাস করতে হবে। হার্ডার বলেন, বোঝা ভাগাভাগি এবং দক্ষতা বৃদ্ধি কৌশলগত প্রয়োজনীয়তা।
একযোগে কাজ করার মাধ্যমে, আন্তর্জাতিক সম্প্রদায় বাস্তুচ্যুতির মূল কারণগুলো মোকাবিলা করতে, টেকসই সমাধানকে সমর্থন করতে এবং এই অঞ্চলে আরো অস্থিতিশীলতা রোধ করতে সম্মিলিত প্রচেষ্টাকে জোরদার করতে পারে। রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুসহ মিয়ানমারের জনগণকে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। আমরা অন্যান্য দাতাদের এই প্রচেষ্টায় আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি, যোগ করেন তিনি।
৫ লাখ রোহিঙ্গার জন্য ২৭ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য : বাংলাদেশে আশ্রয় নেওয়া পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা দেবে যুক্তরাজ্য। এ তহবিল থেকে শরণার্থী এবং আশ্রয়দাতা সম্প্রদায়কে খাদ্য, আশ্রয়, বিশুদ্ধ পানি এবং অন্যান্য জীবন রক্ষাকারী পরিষেবা দেওয়া হবে। গতকাল বুধবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে উল্লেখ করা হয়, মিয়ানমারে সহিংসতা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে, সংঘাত ও নিপীড়নের কারণে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত পাঁচ লাখ রোহিঙ্গা শরণার্থীকে যুক্তরাজ্য খাদ্য, আশ্রয়, বিশুদ্ধ পানি এবং অন্যান্য জীবন রক্ষাকারী পরিষেবা দেবে। এর আওতায় এক লাখ ৭৫ হাজার নারী ও মেয়েকে যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিষেবা দেবে এবং যৌন, শারীরিক ও মানসিক ক্ষতির শিকার ব্যক্তিদের সহায়তা করবে। মিয়ানমারে রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর দুর্দশার বিষয়ে জাতিসংঘের একটি উচ্চ-স্তরের সম্মেলন উপলক্ষে এ ঘোষণা করা হল। ২৭ মিলিয়ন পাউন্ডের এ সহায়তা প্যাকেজটি মাঠ পর্যায়ে প্রতিষ্ঠিত অংশীদারদের মাধ্যমে বিতরণ করা হবে, যাতে এটি তাদের কাছে পৌঁছায় যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, যুক্তরাজ্যের এই নতুন সহায়তা বাংলাদেশে আশ্রয় নেওয়া পাঁচ লাখ রোহিঙ্গাকে প্রয়োজনীয় খাদ্য, আশ্রয়, বিশুদ্ধ পানি এবং অন্যান্য জীবন রক্ষাকারী সেবা দেওয়া হবে এবং বাংলাদেশি আশ্রয়দাতা সম্প্রদায়কে সহায়তা করবে। সহিংসতার কারণে বাস্তুচ্যুতদের প্রাপ্য সমর্থন, সুরক্ষা, মর্যাদা এবং সুযোগ নিশ্চিত করতে যুক্তরাজ্য অক্লান্ত পরিশ্রম করে যাবে।
বিআলো/ইমরান