র্যাব কখনো দলীয় কাজে ব্যবহৃত হয়নি: লুৎফুজ্জামান বাবর
নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, বিএনপি সরকার কখনো র্যাবকে দলীয় স্বার্থে ব্যবহার করেনি। জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতেই বাহিনীটি গঠন করা হয়েছিল।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বাবর বলেন, র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, এমন অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না। অন্যায় করলে বিএনপির নেতাকর্মীরাও ছাড় পেত না। এটাই ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বের বৈশিষ্ট্য।
তিনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে খালেদা জিয়ার মতো আপসহীন নেত্রী আর দেখিনি। অনেক পরে এসে সেই গুণাবলী তারেক রহমানের মধ্যেও খুঁজে পেয়েছি।
তারেক রহমানের নেতৃত্বে একটি জনগণের রাষ্ট্র গড়ার প্রত্যাশা জানিয়ে বাবর বলেন, সবাই যেন তার জন্য দোয়া করেন।
নিজের উপস্থিতি প্রসঙ্গে তিনি জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। ব্যক্তিগত আবেগ থেকেই তিনি কবর জিয়ারতে এসেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েই এসেছেন।
বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে বাবর বলেন, দেশপ্রেম ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপস করেননি।
বিআলো/শিলি



