লক্ষ্মীপুরে বিষপানে মা ও মেয়ের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামে হৃদয়বিদারক এক ঘটনায় দুই বছরের মেয়েকে বিষ খাইয়ে নিজেও বিষপান করে আত্মহত্যা করেছেন এক মা। মঙ্গলবার (২২ জুলাই) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন-তাসলিমা (৩২) ও তার শিশু কন্যা মিতু।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাসলিমার বড় মেয়ে সাবিনা আক্তারের সঙ্গে তিন বছর আগে মাহফুজ আলম নামের এক যুবকের বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে কলহ চলছিল দীর্ঘদিন ধরেই। স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে সাবিনা প্রায় এক মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় জনপ্রতিনিধি জানান, বড় মেয়ের ‘পরকীয়া’ নিয়ে মা তাসলিমা তাকে একাধিকবার সতর্ক করেন। মঙ্গলবার সকালে এ নিয়ে ফের তীব্র বাকবিতণ্ডা হয় মা-মেয়ের মধ্যে। এর জেরে ক্ষুব্ধ তাসলিমা বাড়ির পাশের ধানক্ষেতে গিয়ে প্রথমে ছোট মেয়ে মিতুকে বিষ খাইয়ে দেন এবং পরে নিজেও বিষপান করেন।
আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে মা-মেয়েকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, পারিবারিক কলহ থেকেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, পারিবারিক সমস্যা ও মানসিক চাপ সামাল দিতে না পারার কারণে এমন ঘটনা ঘটেছে। সমাজে সচেতনতা ও সহনশীলতার প্রয়োজনীয়তার বিষয়টিও সামনে আসছে।
বিআলো/এফএইচএস