লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ আবুল বাশার
dailybangla
18th Nov 2024 11:44 pm | অনলাইন সংস্করণ
জহিরুল ইসলাম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) আইনশৃঙ্খলা বিষয়ক সার্বিক কর্ম মূল্যায়ন করে গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন ওসি মোহাম্মদ আবুল বাশারকে সম্মাননা স্মারক তুলে দেন।
এ বিষয়ে ওসি আবুল বাশার বলেন, এ সম্মান আমাকে জনবান্ধব পুলিশিংয়ে আরো উৎসাহ জোগাবে। পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা, দিক- নির্দেশনা এবং রামগঞ্জবাসীর ভালোবাসাই আমার এ সফলতা। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তিনি রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন।
বিআলো/তুরাগ