লগি-বৈঠার হত্যাযজ্ঞ ছিল ইতিহাসের জঘন্যতম আওয়ামী বর্বরতা: ডা. ইরান
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ দেশ, জাতি ও মানবতার দুশমন মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার ডুগডুগি বাজিয়ে বিগত ১৭ বছরে দেশে গণহত্যার মহোৎসব চালিয়েছে।
খুনি হাসিনার নির্দেশে লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে পিটিয়ে মানুষ হত্যা ছিল ইতিহাসের জঘন্যতম নৃশংস আওয়ামী বর্বরতা। তাই গণহত্যার দায়ে শুধু ছাত্রলীগ নিষিদ্ধ করলেই হবে না, আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টিসহ সকল অপশক্তি নিষিদ্ধ করে আইনের আওতায় আনতে হবে।
তিনি আজ সোমবার বিকাল ৪টায় নয়াপল্টন কার্যালয়ে বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত লেবার পার্টি ইউরোপ শাখার সমন্বয়কারী রাকেশ রহমানের সম্মানে ছাত্র-জনতার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ডা. ইরান বলেন, প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছেন রাকেশ রহমান। তার খুরধার লেখনি ও গণতান্ত্রিক আন্দোলন ছাত্র-জনতার আন্দোলনে পথ দেখিয়েছে। প্রবাসে লেবার পার্টিকে সুসংগঠিত করতে রাকেশ রহমানের পাশে খাকতে সকল দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে উদাত্ত আহ্বান জানাই।
ছাত্রমিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ডা. কামাল উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মঈনুল হোসেন টিটু, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, মহানগর সদস্য জুয়েল মাহমুদ, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক মো. জীবন, ছাত্রমিশন প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ। সভা পরিচালনা করেন ছাত্র মিশন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন।
বিআলো/তুরাগ