লটারিতে ডিসি নিয়োগ হচ্ছে না: জনপ্রশাসন সচিব
নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) পদে লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সিভিল সার্ভিসে কখনোই লটারির মাধ্যমে পদায়ন করা হয় না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) নিয়োগের সিদ্ধান্তের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মোখলেস উর রহমান জানান, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনই বদলি সংক্রান্ত সব সিদ্ধান্ত নেয়। এ সময় ইউএনও, ডিসি-সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি হয় এবং এতে কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ থাকে না।
তিনি আরও বলেন, ডিসি নিয়োগের জন্য জনপ্রশাসন সংক্রান্ত সাত সদস্যের একটি কমিটি এবং পাঁচ সদস্যের ডিসি সিলেকশন কমিটি রয়েছে। এই কমিটিগুলো ফিট লিস্ট তৈরি করে, যা প্রধান উপদেষ্টার অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এটি একটি বহুস্তরীয় প্রক্রিয়া, যা কেবল জনপ্রশাসন মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে সম্পন্ন হয় না।
জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান উল্লেখ করেন, মাঠ প্রশাসন বলতে সিভিল সার্ভিস ও পুলিশ প্রশাসন-উভয়কেই বোঝানো হয়। তিনি বলেন, বর্তমানে যারা ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা দক্ষতার প্রমাণ দিয়েছেন। তবে, নির্বাচনের আগে কিছু ডিসিকে বদলি করা হতে পারে, এবং তাদের স্থলাভিষিক্ত করা হবে নতুন কর্মকর্তাদের।
বিআলো/এফএইচএস