লন্ডনে দলীয় রাজনীতি ও সংস্কার নিয়ে আলোচনা উচিত: গাজী আতাউর রহমান
নিজস্ব প্রতিবেদক: লন্ডন সফরে বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে দলীয় রাজনীতির বিশুদ্ধতা ও সংস্কার নিয়ে আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
বৃহস্পতিবার (১২ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে পরিপক্ব রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠেনি। ১৫ বছরের স্বৈরাচারবিরোধী লড়াই ও অভ্যুত্থানের পর দেশবাসী সুস্থ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করলেও বর্তমানে রাজনীতির বাস্তবতা হতাশাজনক।”
বিএনপিকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপির মতামত ও নেতৃত্বের গুরুত্ব থাকাই স্বাভাবিক। তবে লন্ডনে বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে সরকার ও মিডিয়ার অতিমাত্রায় মনোযোগ রাজনীতিতে একক ব্যক্তিকেন্দ্রিকতার অনাকাঙ্ক্ষিত ইঙ্গিত দিচ্ছে।
তিনি আরও বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন, যা কেবল রাজনৈতিক নয়, প্রশাসনিক ও নিরাপত্তাগত বিষয়। কিন্তু এই সফরের আচরণে ভারসাম্য বিঘ্নিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।”
গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা করে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের প্রতি নিরপেক্ষ আচরণ নিশ্চিত করা হবে।
তিনি আরও আশা প্রকাশ করেন, বিএনপি প্রধান তারেক রহমান চাঁদাবাজি ও সহিংসতা বন্ধে ভূমিকা রাখার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবেন, এবং দলের সংস্কার প্রক্রিয়ায় দ্বিমতগুলোর বিষয়ে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য গঠনে আরও দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসবেন।
বিআলো/সবুজ