‘লস্কর’-এ নতুন সুরের চমক: গান গাইলেন জীবন ওয়াসিফ ও কলি সাহা
প্রথম গান রেকর্ডিং শেষ, কণ্ঠে কলি সাহা ও জীবন ওয়াসিফ
মুম্বাই থেকে একটি গান রেকর্ড হবে, কলকাতার গীতিকারের লেখা গান যুক্ত
বিনোদন প্রতিবেদক: ঢাকার বিনোদন অঙ্গনে ফের আলোড়ন ফেলে আসছে ইলমাছ মুভিজ প্রযোজিত ও ইলিয়াস হুসাইন পরিচালিত চলচ্চিত্র ‘লস্কর’। সম্প্রতি ছবির প্রথম গানটির রেকর্ডিং শেষ হয়েছে। এই রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন শেরপুরের প্রতিভাবান কণ্ঠশিল্পী কলি সাহা এবং সিরাজগঞ্জের গায়ক, গীতিকার ও সুরকার জীবন ওয়াসিফ।
গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন নিজেই জীবন ওয়াসিফ। দীর্ঘদিন বিভিন্ন শিল্পীর জন্য কাজ করলেও এবারই প্রথম সিনেমার গানে নিজের কণ্ঠ দিয়েছেন তিনি। গান সম্পর্কে জীবন ওয়াসিফ বলেন,
“আমি বহু বড় শিল্পীর জন্য গান করেছি, কিন্তু এবার নিজেই কণ্ঠ দিলাম। সিনেমার গল্পটি শুনে ভালো লেগেছে। পরিচালক ইলিয়াস হুসাইন ভাই খুব বন্ধুপ্রিয় ও আন্তরিক মানুষ, তাই এই কাজে যুক্ত হতে একটুও দ্বিধা হয়নি।”
পরিচালক ইলিয়াস হুসাইন জানান, নতুন ও মায়াবী কণ্ঠ খুঁজতে গিয়ে জীবন ওয়াসিফের সঙ্গে পরিচয় হয় কলি সাহার। তিনি বলেন,
“গানটি প্রথম শুনে মনে হলো—এটাই ‘লস্কর’-এর জন্য সঠিক কণ্ঠ। কলি সাহার কণ্ঠে এক ধরনের আবেগ আছে, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।”
ছবিতে মোট ছয়টি গান থাকছে। এর মধ্যে একটি গান রেকর্ড হবে মুম্বাইতে, এছাড়া কলকাতার জনপ্রিয় গীতিকারের লেখা গানও যুক্ত হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে কালাচানখ্যাত এফ এ প্রিতমের ফিউচারিং আইটেম ধামাকা গান।
আগামী ২০ সেপ্টেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। ইতোমধ্যেই প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে। নির্মাতারা জানান, দর্শকরা ‘লস্কর’-এ পাবেন রোমান্স, আবেগ ও সঙ্গীতের এক অনন্য সংমিশ্রণ, যা আগামী দিনের বাংলা সিনেমার গানে নতুন রঙ যোগ করবে।
বিআলো/তুরাগ