লাইভ প্রমোশন থেকে স্বপ্নের মঞ্চে তাজ নাহার পাখি
শখ থেকে পেশা: তাজ নাহার পাখির অনুপ্রেরণার গল্প
হৃদয় খান: ফ্যাশন ও ব্র্যান্ড প্রমোশনের জগতে নতুন প্রজন্মের যে ক’জন মুখ অল্প সময়েই আলাদা করে নজর কাড়ছেন, তাঁদের মধ্যে তাজ নাহার পাখি অন্যতম। আত্মবিশ্বাসী উপস্থাপন, সাবলীল পারফরম্যান্স এবং পেশাদার মনোভাবের মাধ্যমে তিনি ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছেন এই অঙ্গনে।
২০২৪ সালের মাঝামাঝি সময়ে ফ্যাশন ও ব্র্যান্ড প্রমোশনের জগতে পথচলা শুরু করেন তাজ নাহার পাখি। শখ ও ভালো লাগা থেকেই লাইভ প্রমোশনে যুক্ত হলেও অল্প সময়ের মধ্যেই এটি তাঁর নিয়মিত কাজের ক্ষেত্র হয়ে ওঠে। ড্রেসের লাইভ গাউন, শাড়ি ও থ্রি-পিস প্রমোশনে তাঁর উপস্থিতি দর্শকদের কাছে আলাদা করে চোখে পড়ে।
এই যাত্রায় পরিবারের সমর্থন ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি। বিশেষ করে মা ও বড় বোনের উৎসাহ ও সহযোগিতাই তাঁকে সামনে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট পাখি পরিবার থেকেই পেয়েছেন স্বপ্ন দেখার অনুপ্রেরণা।
গত দুই বছরে তিনি ৪০টিরও বেশি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য—ইউনিক কালেকশন বিডি, নারী কাব্য, সিফন এবং গ্লামার ইনসাইড। প্রতিটি ব্র্যান্ডের পণ্য তিনি নিজস্ব উপস্থাপনা ও সাবলীল ভাষায় তুলে ধরেন, যা ক্রেতা ও দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাজ নাহার পাখি জানান, আগামী এক বছরের মধ্যে নিজেকে একজন প্রতিষ্ঠিত আর্টিস্ট হিসেবে দেখতে চান তিনি। তাঁর লক্ষ্য—দেশের প্রতিটি মানুষ যেন তাঁকে চেনে ও জানে। এমন একটি অবস্থানে পৌঁছাতে চান, যেখানে তাঁর কাজ ও অর্জন নিয়ে মানুষ গর্ব অনুভব করবে। পাশাপাশি টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, অভিনয়ের মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চান।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় জন্ম ও বেড়ে ওঠা তাজ নাহার পাখি বর্তমানে University of Scholars-এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি নিজের স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।
অল্প সময়ের যাত্রায় স্পষ্ট লক্ষ্য, পরিশ্রম ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে চলেছেন তাজ নাহার পাখি। ভবিষ্যতে ফ্যাশন প্রমোশন, টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে তাঁকে আরও বড় পরিসরে দেখা যাবে—এমন প্রত্যাশাই করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
বিআলো/তুরাগ



