• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    লাখো জনতার ঢলে বরিশালে ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত 

     অনলাইন ডেক্স 
    03rd Dec 2025 4:02 pm  |  অনলাইন সংস্করণ

    এইচ আর হীরা, বরিশাল : পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ইসলামী রাজনৈতিক আটদলীয় জোটের বরিশাল বিভাগীয় সমাবেশ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে শহরের বেলস পার্কে অনুষ্ঠিত হয়েছে। দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলমান এ সমাবেশে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

    সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। এছাড়া আটদলের শীর্ষ নেতা ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেন।

    প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলায় ইসলামপন্থীদের সুযোগ দেওয়ার সময় এসেছে। তিনি অভিযোগ করেন, অতীতের বিভিন্ন সরকারের ব্যর্থতা ও দুর্নীতির কারণে দেশের জনগণ ভোগান্তিতে পড়েছে। ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

    তিনি বলেন, “আপনারা অনেক শাসন দেখেছেন, এবার ইসলামকে সুযোগ দিন। আমরা একটি সুখী-সমৃদ্ধশালী ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।” এসময় অসুস্থ বেগম খালেদা জিয়া ও জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মাদ তাহেরের সুস্থতা কামনা করেন তিনি।

    সমাবেশের সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আটদল ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “কুরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মানবরচিত আইন নয়, মদিনার প্রণীত রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চাই।”
    তিনি আরও দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের পাশাপাশি তাদের সহযোগী শক্তিকেও নিষিদ্ধ করা উচিত। আগামী জাতীয় নির্বাচনে আটদলকে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

    সমাবেশে বক্তারা বলেন, আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে। তারা দেশের সকল দেশপ্রেমিক শক্তিকে একসঙ্গে জাতীয় পুনর্গঠনে যুক্ত হওয়ার আহ্বান জানান।

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই), জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ, অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ আব্দুল বাসির আজাদ, জাগপা নেতৃবৃন্দ এবং অন্যান্য শরিক দলের শীর্ষ নেতারা।

    সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও বিশাল জনসমাগমের কারণে বেলস পার্ক এলাকা ও আশপাশের সড়কগুলোতে কয়েক ঘণ্টা যান চলাচলে ধীরগতি দেখা দেয়।

    বিআলো/এআর

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031