লাখো মানুষের চোখের জলে বিদায় নিলেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হন লাখ লাখ মানুষ। ভালোবাসা আর অশ্রুসিক্ত হৃদয় নিয়ে চিরবিদায় নেন এই আপসহীন রাজনৈতিক নেত্রী।
জানাজায় অংশ নিতে আসা মানুষের আবেগে ভারি হয়ে ওঠে পুরো এলাকা। কেউ কাঁদছেন প্রকাশ্যে, কেউ নীরবে চোখ মুছছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন, কারাবরণ আর সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া খালেদা জিয়ার প্রয়াণে শোকে আচ্ছন্ন হয়ে পড়ে দেশ। প্রায় অর্ধশতাব্দী ধরে রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এই নেত্রী ৪১ বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন।
বুধবার বেলা তিনটার পর মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে তার জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক।
জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। নির্ধারিত স্থানে জায়গা না পেয়ে আশপাশের সড়কেও মানুষ দাঁড়িয়ে জানাজা আদায় করেন।
বিআলো/শিলি



