লাঙ্গল মার্কায় ভোট দিয়ে টিপুকে ফিরিয়ে আনার আহ্বান ইকবাল হোসেন তাপসের
ফাহিম আহমেদ (বাবুগঞ্জ), বরিশাল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে জাতীয় পার্টির নির্বাচনী মাঠে জমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। লাঙ্গল প্রতীক হাতে নিয়ে সাবেক দুইবারের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে আবারও সংসদে পাঠাতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক দুইবারের এমপি গোলাম কিবরিয়া টিপু বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রতীক ‘লাঙ্গল’ সংগ্রহ করেন।
প্রতীক সংগ্রহ শেষে বাবুগঞ্জে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস বলেন,
“আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক দুইবারের এমপি গোলাম কিবরিয়া টিপুকে বিজয়ী করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে হবে।”
তিনি আরও বলেন, “বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির যে শক্তিশালী ভোটব্যাংক ও জনসমর্থন রয়েছে, দেশের অন্য কোনো আসনে তা খুব একটা দেখা যায় না। ইনশাআল্লাহ, বিগত দুইবারের মতো এবারও আপনারাই গোলাম কিবরিয়া টিপুকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া টিপুর কন্যা ফারিয়া বিনতে কিবরিয়া, তাঁর ভাই গোলাম রব্বানীসহ জাতীয় পার্টির উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
সভায় বক্তারা বলেন, বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি ও জনভিত্তি অত্যন্ত সুসংহত। সঠিক পরিকল্পনা ও ঐক্যবদ্ধ প্রচারণার মাধ্যমে এবারও লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।
বিআলো/তুরাগ



