লাঞ্চের পর ২ উইকেটের পতন, বিপদে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: সকালের সেশনে ২ উইকেটে ৭১ রান তুলে লাঞ্চ ব্রেকে গিয়েছিল বাংলাদেশ। লাঞ্চ থেকে ফিরে বিপর্যয়ে পড়েছে টাইগাররা। তিন ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে শান্ত বাহিনী।
মাত্র ৭ বলের ব্যবধানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওপেনার সাদমান ইসলামকে হারাল বাংলাদেশ। দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারেই বিশ্ব ফার্নান্দো ফিরিয়ে দিয়েছেন আগের টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানো শান্তকে। ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়েছেন টাইগার দলপতি। আউট হওয়ার আগে ৩১ বলে করেছেন ৮ রান।
পরের ওভারের শেষ বলে আউট সাদমানও। থারিন্দু রত্নায়েকের বলে স্লিপে ক্যাচ দেন তিনি। তার আগে ভালোই ব্যাট করছিলেন তিনি। ৯৩ বলে ৭ চারে করেছেন ৪৬ রান।
এর আগে বুধবার (২৫ জুন) এসএসসি গ্রাউন্ডসে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সাদমানের সঙ্গে এই টেস্টেও ওপেনিংয়ে নামেন এনামুল হক বিজয়। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি ঘরোয়া ক্রিকেটের এই রানমেশিন। ১০ বল খেলে রানের খাতা খোলার আগে বোল্ড হয়েছেন। আসিতা ফার্নান্দোর বলে আউট হওয়ার আগে ব্যাট হাতে মোটেও স্বাচ্ছন্দ্যে ছিলেন না। তৃতীয় ওভারে পরপর দুই বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন।
৫ রানে প্রথম উইকেট হারানোর পর মুমিনুল হককে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন সাদমান। কিন্তু বাজে শটে উইকেট বিসর্জন দিয়ে দলকে বিপদে ফেলেছেন মুমিনুল। ডি সিলভার বলে আউট হওয়ার আগে ৩৯ বলে ২১ রান করেছেন এই সাবেক অধিনায়ক।
এই মুহূর্তে বৃষ্টি নামায় খেলা বন্ধ আছে। বৃষ্টি নামার আগে ইনিংস মেরামতের চেষ্টা করছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। মুশফিক ৭ ও লিটন ৮ রানে ব্যাট করছে। বাংলাদেশের সংগ্রহ ৩৩.২ ওভারে ৪ উইকেটে ৯০ রান।
বিআলো/শিলি