• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    লালমনিরহাটে জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার 

     dailybangla 
    03rd Jun 2025 6:05 pm  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: লালমনিরহাটে অনলাইন জুয়া সিন্ডিকেটের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত ৬টি মোবাইল ফোন, ১২৫টি সিম কার্ড ও কয়েকটি জুয়া অ্যাপ্লিকেশন জব্দ করা হয়।

    গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    গ্রেপ্তারকৃতরা হলেন-কালীগঞ্জ উপজেলার গোপাল রায় গ্রামের বজলুর রহমানের ছেলে ইসমাইল হোসেন রিপন (২০), চলবলা তেঁতুলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে রেজাউল করিম (৩২), গোড়ল নিথকপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. আব্দুল আজিজ (৩৬) এবং আদিতমারী উপজেলার চন্দনপাট গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মাহবুবুর রহমান মাহাবুব (৪০)। পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে প্রথমে ইসমাইল হোসেন রিপনকে আটক করা হয়।

    পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরো তিনজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা একটি সংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে জুয়া পরিচালনা করত। মোবাইল ও সিম ব্যবহার করে তারা জুয়া অ্যাপে লগইন করে বিভিন্ন গ্রাহককে যুক্ত করত এবং কমিশনের ভিত্তিতে মুনাফা অর্জন করত।

    লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম জানান, “অনলাইন জুয়া এখন সমাজে ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। তরুণদের বড় একটি অংশ এই জুয়ায় আসক্ত হয়ে পড়ছে, ফলে পরিবার ও সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। এ ধরনের কর্মকাণ্ড রুখতে জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে আরো সক্রিয় হতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031