লালমনিরহাটে পুলিশের জালে চোরচক্রের ৮ সদস্য, উদ্ধার ৬ বাইক
সজীব আলম, লালমনিরহাট: লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ছয়টি চোরাই মোটরসাইকেল। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
এরআগে রোববার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর, হাতীবান্ধা ও কালীগঞ্জ এলাকা থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ওই আট সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, ২টি অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি, ১টি ডিসকভার ১২৫ সিসি, ২টি ডিসকভার ১১০ সিসি এবং ১টি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো— মোঃ মজনু (৪৫), লুৎফর রহমান (৪৮), সোহেল রানা (৩০), আব্দুর রাজ্জাক (২৪), আব্দুল আজিজ (২৪), মাহমুদ হাসান (২২), বাবু সরকার (৩২) এবং হাসানুজ্জামান (২২)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে চোরচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চোরচক্র দমনে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বিআলো/শিলি