• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    লালমনিরহাটে প্রতারণার অভিযোগে ছাত্র নেতা গ্রেফতার 

     dailybangla 
    31st Oct 2024 9:14 pm  |  অনলাইন সংস্করণ

    সজীব আলম, লালমনিরহাট: হোয়াটসঅ্যাপে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে চাকরি ও বদলি করার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জাতীয় ছাত্র সমাজের নেতা জাকিরুল ইসলামকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে জেলা ছাত্র সমাজের ওই নেতার গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম।

    এর আগে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকিরুল লালমনিরহাট জেলা ছাত্র সমাজের সাবেক আহবায়ক। সে জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।

    পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, জাকিরুল ইসলাম প্রতারণার জাল বিছিয়ে তার ব্যবহৃত ০১৭১০৪৭৪১০৭ নাম্বারের একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলে। সেখানে সে সরকারের উচ্চ পদস্থ ব্যক্তি বর্গের ছবি ব্যবহার করে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি দেওয়া অথবা বদলী করিয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিতে থাকে।

    এজাহারে পুলিশ আরো উল্লেখ করে, জাকিরুলের সাথে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা কর্মচারীদের ভালো সম্পর্ক রয়েছে। সে সরকারী কর্মচারীদের প্রতীক এবং রূপ ধারণ করে প্রতারণার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন এবং ব্যক্তিগত প্রভাব খাটিয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর সলিমারাম ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল আউয়ালকে সেনপাড়া পর্বতা ভূমি অফিস, মোহাম্মদপুর ভূমি অফিস/মিরুপুর ভূমি অফিসে বদলি করিয়ে দিতে চেয়ে অর্থ গ্রহন এবং আত্মসাৎ করে।

    এছাড়া জাকিরুল হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বিভিন্ন চাকুরীর তদবির করার নাম করেও অর্থ হাতিয়ে নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক জাকিরুল ইসলামকে আটক, মোবাইল জব্দ এবং জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে জাকিরুল প্রতারণার বিষয়টি স্বীকার করে। পরে এ ঘটনায় লালমনিরহাট ডিবি পুলিশের এসআই অমিতাভ রায় বাদী হয়ে সদর থানায় জাকিরুল ইসলামের নামে একটি মামলা করেন।

    লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের তথ্য ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকিরুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031