লালমনিরহাটে বিজিবির অভিযান: ভারতীয় গরু ও মাদক জব্দ
সজীব আলম, লালমনিরহাট: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমনিরহাটের সীমান্ত এলাকায় গত কয়েকদিনে একাধিক চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছে ১৫ ব্যাটালিয়ন বিজিবি। এসব অভিযানে ভারতীয় গরু, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ ও গাঁজা সহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। বিজিবির দাবি, নিয়মিত নজরদারি ও টহলের কারণে সীমান্ত এলাকায় চোরাচালান উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
২৩ নভেম্বর সদর উপজেলার মোগলহাট বিওপি এলাকায় অভিযান চালিয়ে ৮টি ভারতীয় গরু, ৭০ বোতল ইস্কাফ সিরাপ ও ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। পরদিন ঝাউরানী ও বনচৌকি বিওপি এলাকায় অভিযান চালিয়ে আরও ৬৭ বোতল ফেন্সিডিল, ৯৯ বোতল ইস্কাফ সিরাপ এবং একটি ভারতীয় গরু উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত ৯টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ৬ লাখ ৪৫ হাজার টাকা, ১৬৯ বোতল ইস্কাফ সিরাপের মূল্য ৬৭,৬০০ টাকা, ৬৭ বোতল ফেন্সিডিলের মূল্য ২৬,৮০০ টাকা এবং ১৫ কেজি গাঁজার মূল্য ৫২,৫০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের মোট সিজার মূল্য ৭ লাখ ৯১,৯০০ টাকা।
১৫ ব্যাটালিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক। সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। চোরাকারবারীদের শনাক্তকরণ ও আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
বিআলো/ইমরান



