লালমনিরহাট সদর কোর্ট পরিদর্শন করলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম
সুমন সরদার: লালমনিরহাট সদর কোর্ট পরিদর্শন করলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম।
১ জুন রবিবার লালমনিরহাট সদর কোর্টে আগমন উপলক্ষে পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম।
পরিদর্শনকালে পুলিশ সুপার সদর কোর্টের গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন।
পরবর্তীতে তিনি দাপ্তরিক কর্মবন্টন সুষম, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত এবং সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণসহ কোর্টের যাবতীয় কার্যক্রমকে আরো গতিশীল করে জনবান্ধব পুলিশ গড়ে তুলতে সকলকে নির্দেশ প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল)এ কে এম ফজলুল হক এবং সদর কোর্টে কর্মরত অফিসার ও ফোর্সরা উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি