লালমনিরহাট সীমান্ত নিয়ে গুজব: বিজিবির কঠোর প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি “লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?” শিরোনামে একটি সংবাদ প্রচার করা হচ্ছে, যা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন এবং রাষ্ট্রবিরোধী গুজব বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির ভাষ্য অনুযায়ী, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই মিথ্যাচার ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিজিবি বলেছে, বাংলাদেশের সীমান্তের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।
বিজিবি আরও জানায়, দেশের সীমান্ত রক্ষায় বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাগত দক্ষতায় সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। তাই সীমান্ত এলাকায় কোনো বিদেশি দখল বা নিয়ন্ত্রণের বিষয় সম্পূর্ণ অসত্য ও মনগড়া।
সংস্থাটি সাধারণ জনগণকে যেকোনো তথ্য শেয়ার করার আগে যাচাই-বাছাই করার আহ্বান জানিয়ে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো আইনগত অপরাধ, এবং এই অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআলো/তুরাগ



