লাল কার্ডেই কি থেমে যাবে রোনালদোর বিশ্বকাপ মিশন!
স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত লাল কার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোকে কঠিন সংকটে ফেলেছে। ম্যাচ চলাকালীন প্রতিপক্ষকে কনুইয়ে আঘাত করায় তিনি এমন এক শাস্তির মুখোমুখি হতে পারেন, যার প্রভাব টেনে নিয়ে যেতে পারে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
গত রাতের ম্যাচে পর্তুগাল যখন ২-০ ব্যবধানে পিছিয়ে, ঠিক তখনই ঘটে বিতর্কিত ঘটনাটি। ৬১তম মিনিটে দারা ও’শেরার সঙ্গে ধাক্কাধাক্কির এক পর্যায়ে রোনালদো হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিপক্ষকে কনুইয়ে আঘাত করেন। প্রথমে রেফারি গ্লেন নিগবার্গ হলুদ কার্ড দেখালেও, ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে সরাসরি লাল কার্ড দেখান। মাঠ ছাড়ার সময় রোনালদোর ক্ষোভ প্রকাশ, রেফারিকে তালি দেওয়া এবং দর্শকদের সঙ্গে কথাকাটাকাটি পরিস্থিতিকে আরও জটিল করেছে।
ফিফার নিয়ম অনুযায়ী এ ধরনের কাণ্ড ‘সহিংস আচরণ’ হিসেবে গণ্য হয়, যার ন্যূনতম শাস্তি তিন ম্যাচ নিষেধাজ্ঞা। ফলে রোনালদোর শাস্তি শুধুই বাছাইপর্বের শেষ ম্যাচে সীমাবদ্ধ থাকবে না- আইন অনুযায়ী নিষেধাজ্ঞা পর্তুগালের পরবর্তী আনুষ্ঠানিক ম্যাচগুলোতেও প্রযোজ্য হতে পারে।
পর্তুগাল যদি বাছাইপর্বে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করে, তাহলে রোনালদোর সম্ভাব্য নিষেধাজ্ঞা সরাসরি ২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলোয়ও প্রভাব ফেলতে পারে- যা বড় তারকাদের ক্ষেত্রে খুবই বিরল ঘটনা। অন্যদিকে, ফিফা যদি ঘটনাটিকে গুরুতর ফাউল বা বলের বাইরে আক্রমণ হিসেবে দেখেন, তাহলে নিষেধাজ্ঞা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে রোনালদো কমপক্ষে দুই-তিন ম্যাচ মিস করবেনই- এমনটাই বর্তমান পরিস্থিতির ইঙ্গিত। আর পর্তুগাল যদি প্লে-অফে যেতে বাধ্য হয়, তাহলে রোনালদোর বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলোও ঝুঁকির মুখে পড়তে পারে।
বিআলো/শিলি



