‘লাল মিয়া’: ইমতু-জেবার রোমান্টিক নাচে নতুন মিউজিক ভিডিও
ঝলমলে আলো-ঝলক, নাচ-গান আর রোমান্সে ‘লাল মিয়া’
বিনোদন প্রতিবেদক: বাংলা গানের জগতে আসছে নতুন চমক ‘লাল মিয়া’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী খাইরুল ওয়াসি ও তসিবা বেগম। শুধু কণ্ঠ নয়, গানটির কথা, সুর ও সংগীত আয়োজনও করেছেন খাইরুল ওয়াসি নিজেই। ফলে পুরো কাজেই ধরা পড়েছে তার সৃজনশীল ছোঁয়া।
মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সময়ের জনপ্রিয় মুখ ইমতু রাতিশ ও জেবা জান্নাত। জমকালো কোরিওগ্রাফিতে ছিলেন মাইকেল বাবু। আর পুরো ভিডিওটির নির্মাণ করেছেন তরুণ নির্মাতা বাপ্পি খান, যিনি সবসময় নতুনত্বের ছোঁয়ায় দর্শকদের আকৃষ্ট করতে চান।

অভিনেতা ইমতু রাতিশ গানটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “গানটির কথা আর সুর একেবারেই ভিন্নধর্মী। খাইরুল ওয়াসি ও তসিবার কণ্ঠে গানটি অসাধারণ হয়ে উঠেছে। আমার বিপরীতে কাজ করেছেন ব্যস্ততম মডেল জেবা জান্নাত। দর্শকদের জন্য আমরা কিছু নতুন দিতে পেরেছি বলে বিশ্বাস করি।”
অন্যদিকে জেবা জান্নাত বলেন, “‘লাল মিয়া’ একটি রোমান্টিক নাচের গান। ইমতু ভাইয়ের সঙ্গে প্রথমবার কাজ করেছি, অভিজ্ঞতাটা ছিল দারুণ। দর্শকরা গান-ভিডিওটি পছন্দ করবেন বলেই আশা করছি।”
নির্মাতা বাপ্পি খান জানান, “অনেক দিন পর মিউজিক ভিডিও নির্মাণ করলাম। ‘লাল মিয়া’ গানটির সঙ্গে ইমতু ও জেবার রসায়ন চমৎকার জমেছে। এখনকার দর্শকদের চাহিদা মাথায় রেখে কাজ করেছি। গানটি প্রকাশ পেলে সবাই উপভোগ করবেন।”
বিআলো/তুরাগ