লাশ নিয়ে রাজনীতি চলবে না-উপদেষ্টাদের অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর পুরো ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পরদিন, মঙ্গলবার সকালে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তবে পরিদর্শনের একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখে এবং বিক্ষোভে ফেটে পড়ে।
সকাল সাড়ে ১০টার দিকে ‘হায়দার আলী ভবন’ পরিদর্শনে যান উপদেষ্টারা। পরে তারা কলেজ ভবন ৫-এর নিচতলায় কনফারেন্স কক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেন। তবে এরই মধ্যে বাইরে শত শত শিক্ষার্থী বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ শুরু করে।
দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, “শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক। সরকার এ দাবিগুলোর সঙ্গে একমত।” কিন্তু শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার এ বক্তব্য প্রত্যাখ্যান করে। তারা অভিযোগ করে, “প্রকৃত তথ্য গোপন করা হয়েছে, নিহতদের সংখ্যা স্পষ্ট নয়, আমাদের দাবি মানা হয়নি।”
এরপর উত্তেজনা চরমে পৌঁছায়। উপদেষ্টারা বের হওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে এবং একযোগে স্লোগান দিতে থাকে-আমার ভাই মরলো কেন, জবাব চাই, আসিফ নজরুলের গদিতে আগুন জ্বালো, লাশ নিয়ে রাজনীতি চলবে না, উই ওয়ান্ট জাস্টিস, ভুয়া ভুয়া।
এ সময় শিক্ষার্থীরা পুলিশের একটি ডাবল কেবিন পিকআপ ভ্যান ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে শিক্ষার্থীরা বিভিন্ন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ অব্যাহত রাখে।
শিক্ষার্থীদের ৬ দফা দাবি: ১. নিহতদের প্রকৃত সংখ্যা ও পরিচয় প্রকাশ, ২. ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিচার, ৩. ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা, ৪. ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, ৫. প্রশিক্ষণ কার্যক্রম শিক্ষাপ্রতিষ্ঠান এলাকা থেকে সরিয়ে নেওয়া, ৬. সরকারের পক্ষ থেকে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন।
বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা উপদেষ্টাদের দিকে চড়াও হলে পুলিশ তাদের দ্রুত ভবনে ফিরিয়ে নেয়। এরপরই শিক্ষা প্রতিষ্ঠানটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৩টা) দুই উপদেষ্টা ও প্রেস সচিব কলেজ ভবনে অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ অব্যাহত রয়েছে। পরিস্থিতি থমথমে থাকলেও বড় ধরনের সহিংসতার আশঙ্কা নেই বলে জানিয়েছে প্রশাসন।
বিআলো/এফএইচএস