লিম্ফোমা সচেতনতা দিবসে বর্ণাঢ্য র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার
নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী ১৫ই সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস। এ উপলক্ষে সোমবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে র্যালি ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শাহিনুল আলম। র্যালি সঞ্চালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মোঃ আদনান হাসান মাসুদ। এতে অংশ নেন খ্যাতনামা হেমাটোলজিস্ট, শিক্ষক-শিক্ষার্থী, রোগী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. শাহিনুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক মুজিবুর রহমান হাওলাদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনজন বিশিষ্ট বক্তা। বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মোঃ আদনান হাসান মাসুদ এবং সভাপতি অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর। সেমিনারের সভাপতিত্ব করেন হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ রফিকুজ্জামান খান।
বক্তারা বলেন, লিম্ফোমা একটি জটিল ক্যান্সার হলেও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে আধুনিক চিকিৎসার মাধ্যমে সফলভাবে নিরাময় সম্ভব। এ জন্য জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন তারা।
চিকিৎসক, শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজনটি লিম্ফোমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির এক অনন্য উদ্যোগে পরিণত হয়।
বিআলো/তুরাগ