লিসবনে ফিলিস্তিনের দূতাবাসের যাত্রা শুরু
dailybangla
01st Nov 2025 9:22 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: লিসবনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন করেছে পর্তুগাল। শুক্রবার ফিলিস্তিনি পতাকা উত্তোলনের মাধ্যমে এ কূটনৈতিক মিশনের কার্যক্রম শুরু হয়।
গত সেপ্টেম্বর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণার ধারাবাহিকতায় এ পদক্ষেপ নেয় সরকার। উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী পাওলো রান্জেল বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া শান্তি সম্ভব নয় এবং দ্রুত মানবিক সহায়তা ও যুদ্ধবিরতি প্রয়োজন।
ইইউ সদস্য রাষ্ট্রের মধ্যে পর্তুগাল ১৩তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। সিদ্ধান্তটি ফিলিস্তিন স্বাগত জানালেও ইসরাইল ও কিছু রাজনৈতিক দল সমালোচনা করেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় এটি গুরুত্বপূর্ণ বার্তা।
বিআলো/শিলি



