লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় ইসরাইলের হামলা
dailybangla
09th Dec 2025 5:26 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহৃত স্থাপনাগুলোকে লক্ষ্য করে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, রাদওয়ান ফোর্সের প্রশিক্ষণ ও পরিকল্পনা কেন্দ্রগুলোতে এই হামলা চালানো হয়েছে, যেখান থেকে ইসরাইলবিরোধী অভিযান পরিচালিত হতো বলে দাবি তাদের।
২৭ নভেম্বর যুদ্ধবিরতির পরও দক্ষিণ ও পূর্ব লেবাননে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে ইসরাইল।
সীমান্তবর্তী পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে সেনা মোতায়েন রেখেছে দেশটি, তাদের বক্তব্য, ‘হিজবুল্লাহর হুমকি মোকাবিলায় এসব অভিযান জরুরি।’
বিআলো/শিলি



