লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরানের সঙ্গে শহীদ আউয়ালের পরিবারের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত ঢাকা মহানগর লেবার পার্টির সক্রিয় সদস্য শহীদ আউয়াল মিয়ার কন্যা আফসানা আক্তার গতকাল শনিবার বিকাল ৫টায় বাংলাদেশ লেবার পার্টির নয়াপল্টন কার্যালয়ে পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।
এ সময় লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান চৌধুরী মুকুল, দফতর সম্পাদক মো. মিরাজ খান, ঢাকা মহানগর লেবার পার্টির সহ-সভাপতি মো. মাসুদ আলম পাটোয়ারী ও এনামুল হক উপস্থিত ছিলেন।
এ সময় ডা. ইরান বলেন, ছাত্র জনতার রক্তের দাগ এখনো শুকায়নি। শহীদ আউয়াল মিয়া জীবন উৎসর্গ করে আমাদের গনতন্ত্রিক পরিবেশ ও নতুন স্বাধীনতা দিয়েছেন। দেশ জাতি ও লেবার পার্টির নেতাকর্মীরা এই আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। লেবার পার্টির নেতাকর্মীরা আউয়াল মিয়ার পরিবারের পাশে থাকবে, ইনশাআল্লাহ।
বিআলো/তুরাগ