• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    লোকসানের বোঝা নিয়ে জয়পুরহাট চিনিকলে শুরু ৬৩তম আখ মাড়াই মৌসুম 

     অনলাইন ডেক্স 
    26th Dec 2025 8:33 pm  |  অনলাইন সংস্করণ

    মো. নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট: জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে ৬৩তম আখ মাড়াই মৌসুম। গতবারের ৫৮ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়েই ২০২৫-২৬ মৌসুমে কার্যক্রম শুরু করলো দেশের বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।

    শুক্রবার বিকেলে আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূর। জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্ল্যা, জয়পুরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক উত্তম কুমার রায়, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মমতাজ উদ্দিন মন্ডল এবং জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান।

    চলতি ২০২৫-২৬ মৌসুমে ৩,০২ একর জমিতে আখের আবাদ করা হয়েছে। এসব জমি থেকে ৫৫ হাজার মেট্রিক টন আখ উৎপাদিত হবে এবং ২,৯৭০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানিয়েছেন, গতবারের তুলনায় এবার আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। কুইন্টাল প্রতি মিল গেটে আখের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬২৫ টাকা। বাইরের কেন্দ্রগুলো থেকে ৬১৫ টাকা দরে আখ কেনা হবে। এছাড়া এবার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে চাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগও নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031