লোকালয়ে মুরগির খোপে অজগর, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
নিজস্ব প্রতিবেদক: সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে সাপটি উদ্ধার করে পরে সুন্দরবনের উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, ভোর ৬টার দিকে ঢাংমারী ফরেস্ট স্টেশন সংলগ্ন ঢাংমারী গ্রামের তরু মন্ডলের বাড়ির মুরগির খোপে ঢুকে মুরগি খাচ্ছিল অজগরটি।

স্থানীয়রা আতঙ্কিত হয়ে বনবিভাগকে খবর দেন। পরে বনপ্রহরীরা ঘটনাস্থলে গিয়ে সাপটি সুরক্ষিতভাবে উদ্ধার করেন। সকাল ১০টার দিকে সাপটি সুন্দরবনের গভীরে অবমুক্ত করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ৮-৯ কেজি।
বনবিভাগ জানিয়েছে, সুন্দরবনের বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে হবে, যাতে প্রাণীগুলো নিরাপদে ফিরিয়ে নেওয়া যায়।
বিআলো/সবুজ