লোহাগড়ার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদ্য বিদায়ী সভাপতি সদার তানজির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ইতনা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব কুমার সাহা, সহকারী অধ্যাপক মো. আমিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শেখ মাহবুবুর রহমান, ক্রীড়া শিক্ষক শেখ মনিরুজ্জামান, উত্তম কুমার পাল সহ শিক্ষকবৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দৌড়, দীর্ঘ লাফ, লাফ-ধাপ- ঝাপ, বেত লাফ, উচ্চ লাফ, বর্ষা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, লৌহ গোলক নিক্ষেপ,বালিশ বদল, যেমন খুশি তেমন সাজো, অংক কষে দৌড়, ব্যাঙ লাফ, সাইকেল রেস, ভিতর বাহির উল্লেখযোগ্য। ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি সরদার তানজির হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পড়াশুনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে নিজেকে সম্পৃক্ত করতে হবে। সুস্থ স্বাস্থ্য থাকলে পড়াশোনায় বেশি মনোযোগী হতে পারবে। সুস্থ শরীর গঠনে খেলাধূলার ভূমিকা অনস্বীকার্য। মাদক ও গেম খেলা থেকে নিজেকে বিরত রাখতে হবে। তবেই নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের জন্য ভালো কিছু করতে পারবে।
বিআলো/আমিনা



