লোহাগাড়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
নুরুলআমিন, লোহাগাড়া ( চট্টগ্রাম) : ২৪ শের গণআন্দোলনে ৫ আগস্টে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে লোহাগাড়ার যৌথ বাহিনী গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত জোয়ানের নাম মুহাম্মদ রিফাত (৩২) তিনি চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকার মুহাম্মদ ছিদ্দিকের পুত্র। এদিকে পুলিশপক্ষ থেকে জানানো হয় রিফাতের নামে লোহাগাড়া থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানান লোহাগাড়া থানার পুলিশ, গ্রেপ্তারের পর যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালায় এতে তার থাকার বাসস্থানের সামনে একটি ইটের ¯ূÍপ দেখতে পায় যৌথ কাহিনী।
ওই ইটের ¯ূÍপ তল্লাশি করলে পাওয়া যায়, দুটো দেশি বন্দুক ৭ পিছ গুলি ও ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করে তারা। তারমধ্যে (২৪ জুলাইয়ের) গণআন্দোলনের (৫ আগস্টে) লোহাগাড়া থানার লুট হওয়া ৬ পিস গুলি উদ্ধার করে যৌথ বাহিনী, তার ঘুমানোর খাঠের নিচ থেকে। এবং পাশের বাড়ি থেকে আরো উদ্ধার হয় একটি ড্রোন ৮টি মোবাইল ফোন ও দুই লিটার বাংলা মদ। জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বলেন, গ্রেফতারকৃত জোয়ানের নামে থানায় একাদিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরো একটি নতুন করে অস্ত্র ও লুট মামলা রোজু করা হবে এবং তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ হবে।
বিআলো/আমিনা



