শরিফুলের মাথায় আঘাত, হাসপাতালে ভর্তি
dailybangla
28th Dec 2025 8:11 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম রয়্যালসের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম অনুশীলনের সময় মাথায় আঘাত পাওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে।
দলের সূত্র জানায়, অনুশীলনের সময় শরিফুল এক সতীর্থের সঙ্গে ধাক্কা লাগার ফলে মাথার একটি পাশে ব্যথা অনুভব করেন। এর আগে কয়েক দিন ধরে তিনি ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিলেন।
আগামীকাল দলের ম্যাচ থাকায় ঝুঁকি না নিয়ে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
টিম ম্যানেজমেন্টের একজন সদস্য বলেন, “চোট গুরুতর মনে হচ্ছে না। তবে যেহেতু মাথায় আঘাত হয়েছে, তাই নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার ফলাফলের পরে অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”
বিআলো/শিলি



