শহিদুল আলমের সাহসী পদক্ষেপে সমর্থন জানালেন তারেক রহমান
dailybangla
04th Oct 2025 11:57 am | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজার উদ্দেশ্যে যাত্রা করা আলোকচিত্রী শহিদুল আলমের অংশগ্রহণকে সাহসী ও প্রতীকী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
শুক্রবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন, শহিদুল আলমের এই উদ্যোগ কেবল সংহতির বার্তা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় বিবেকের প্রকাশ।
তিনি আরও লিখেছেন, বাংলাদেশের পতাকা হাতে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে শহিদুল আলম দেখিয়েছেন যে দেশের মানুষ কখনো নিপীড়নের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।
বিএনপি নেতা জানান, তার দল সব সময় শহিদুল আলমের মতো সাহসী কণ্ঠের পাশে থাকবে এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নেবে।
বিআলো/শিলি